বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

এক বছরের মধ্যেই কলকাতায় পাইপে গ্যাস

এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী এক বছরের মধ্যে কলকাতায় পাইপলাইন মারফত প্রকৃতিক গ্যাস সরবরাহ শুরু হয়ে যাবে বলে দাবি করলেন কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্র পরিকাঠামো ক্ষেত্রে যে ১০২ লক্ষ কোটি টাকা খরচ করবে বলে ঘোষণা করেছে, তার অর্ধেক পূর্বাঞ্চলে হবে বলেও তিনি জানিয়েছেন। শনিবার কলকাতায় ভারত চেম্বারের বার্ষিক সাধারণ সভায় বলেন, ১২,০০০ কোটি খরচে যে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্প তৈরি হচ্ছে, তাতে পাতা পাইপলাইন যাবে পাঁচটি রাজ্য দিয়ে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। চলতি অর্থবর্ষের শেষেই প্রকল্প সম্পূর্ণ করা লক্ষ্য। প্রধানের দাবি, পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। বণিকসভা সিআইআইয়ের সভায় তেলের দামের বিষয়টিও ওঠে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'ভীতিপ্রদ পরিস্থিতি তৈরি হয়নি। ভয় পাবেন না। আতঙ্কও ছড়াবেন না।' স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, ৪৯ দিনে ডিজেল লিটারে ৩.৪০ টাকা এবং পেট্রল ২৬ দিনে ১.৩০ টাকা বাড়ার পরেও সংকট দেখছেন না মন্ত্রী? তা-ও এমন এক সময়ে, যখন কেন্দ্রের পদক্ষেপ সত্ত্বেও আর্থিক অনিশ্চয়তা কাটছে না। লোকে খরচে রাশ টানছে। বিক্রিবাটা বাড়ার নাম নেই। চাকরির স্থিরতা নেই। শনিবার যদিও কলকাতায় তেলের দাম একটু কমেছে। আইওসির পাম্পে পেট্রল লিটারে ১১ পয়সা কমে হয়েছে ৭৮.৪৮ টাকা। ডিজেল ৬ পয়সা কমে ৭১.৪৮ টাকা। ২৫ নভেম্বর থেকে ডিজেল ও ১৮ ডিসেম্বর থেকে পেট্রল আর কমেনি। তার উপরে ইরান-আমেরিকা দ্বন্দ্বে সম্প্রতি বিশ্ব বাজারে অশোধিত তেলের দামকে চড়তে দেখা গিয়েছে। দেশেও প্রশ্ন ওঠে, এ বার কি তেল আরও বাড়বে? মন্ত্রীর যদিও দাবি, উদ্বেগের কোনও কারণ নেই।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/2R7G12T

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages