রাজধানীতে বাসের ধাক্কায় নিহত মামা-ভাগ্নে
মেডিকেল প্রতিবেদকরাজধানীর মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় প্রাণ হারিয়েছেন মামা-ভাগ্নে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আনোয়ার হোসেন (৪০) ও মোহাম্মদ সালাউদ্দিন (২০)। তারা মতিঝিল এলাকায় পানির ব্যবসা করতেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে। নারায়ণগঞ্জের ভূইগড়ে ভাড়া থাকতেন মামা-ভাগ্নে।
পথচারী আব্দুল জানান, সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন মামা আনোয়ার ও ভাগ্নে সালাউদ্দিন। এ সময় অনাবিল পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তিনি। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/বুলবুল/শাহেদ
from Risingbd Bangla News https://ift.tt/2NyMwuB
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন