বংশালে ৭ বছরের শিশুকে ধর্ষণ
মেডিকেল প্রতিবেদকরাজধানীর বংশালে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে শিশুটির মা অভিযোগ করেছেন।
শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মায়ের অভিযোগ, তার স্বামী একটি দোকানে চাকরি করেন এবং তিনি গৃহশিক্ষকতা করেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিশুটি বাসায় একা ছিল। এই সুযোগে বাড়িওয়ালার নাতি রায়হান (১৭) তাকে ধর্ষণ করে। সন্ধ্যায় বাসায় ফেরার পর বিষয়টি জানতে পেরে তিনি বাড়িওয়ালার কাছে জানান। বাড়িওয়ালা এ ঘটনা ধামাচাপা দিতে তাদেরকে চাপ দেয়। মেয়েটির অবস্থার অবনিত হলে রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/বুলবুল/শাহেদ
from Risingbd Bangla News https://ift.tt/3acpcwF
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন