বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

চাচিকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় ভাতিজা খুন

চাচিকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় ভাতিজা খুন

নড়াইল সংবাদদাতা

চাচিকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় নড়াইলের নড়াগাতি বাজারে ভাতিজা জহিরুল মোল্লাকে (২৪) পিটিয়ে হত্যা করেছে বখাটেরা।

বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল নড়াগাতি গ্রামের আকুব্বর মো‌ল্লা আকুর ছেলে।  সে নড়াগাতি বাজারে কম্পিউটার দোকানি ছিল।

নিহত জহিরুলের স্বজনেরা জানান, জাহিদ ও রেজওয়ান ছাড়াও নড়াগাতি এলাকার লস্কর ফিরোজ আহমেদ, তার ভাই জাফর ও মানিকসহ মোস্ত, ইলিয়াস ও ইকরাম লস্কর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর জানান, জহিরুল মোল্লার চাচিকে পাশের কামশিয়া এলাকার জাহিদ ও তার সহযোগী রেজওয়ান কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করেছিল সে। এতে জাহিদসহ তার সহযোগীরা জহিরুলকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যায় জহিরুলকে তার দোকানের সামনে মাথায় কাঠ দিয়ে আঘাত করে। খুলনা নেয়ার সময় পথিমধ্যে জহিরুল মারা যান। এ ঘটনায় রাত পৌনে ১০টা পর্যন্ত কেউ আটক হয়নি।


নড়াইল/ফরহাদ/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/35fQxKD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages