বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

ইউনাইটেডকে হারিয়ে বছর শুরু আর্সেনালের

ইউনাইটেডকে হারিয়ে বছর শুরু আর্সেনালের

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে নতুন বছর শুরু করেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

ঘরের মাঠে ৭ ম্যাচ পর জয়ের দেখা পেল ‘গানার’রা। আর্তেতার অধীনে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় দেখল তারা। অন্যদিকে আর্সেনালের কাছে হেরে সেরা চারে থাকার লড়াইয়ে পিছিয়ে গেল ওলে গুনার সুলশারের দল।

এমিরেটস স্টেডিয়ামে বুধবার মাঠে নামার আগে দুই দল বিপরীত অবস্থানে ছিল। মৌসুমের শুরুর ধাক্কা সামলে পঞ্চম স্থানে উঠে এসেছিল ইউনাইটেড। শেষ ৯ ম্যাচে মাত্র ১টি হার দেখে ‘রেড ডেভিল’রা। অপরদিকে শেষ ১৪ ম্যাচে আর্সেনালের জয় ছিল মাত্র একটি। তাও এফএ কাপের ম্যাচে।

জয়হীন থাকার কারণে কোচ উনাই এমেরি বরখাস্ত হন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রেডি লিউনবার্গ। কিন্তু ব্যর্থ হন সাবেক এই ‘গানার’ তারকাও। পরবর্তীতে মিকেল আর্তেতাকে সাড়ে তিন বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়া হয়।

আর্তেতার অধীনে প্রথম ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলের ড্র দেখে আর্সেনাল। দ্বিতীয় ম্যাচে চেলসির কাছে ২-১ গোলে হারে দলটি। তৃতীয় ম্যাচে এসে ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিল আর্তেতার শিষ্যরা।

ম্যাচে আর্সেনালের পক্ষে গোল করেন নিকোলাস পেপে ও সক্রেটিস পাপথাতোপোলাস। ঘরের মাঠে ম্যাচের শুরুতে সমর্থকদের আনন্দে ভাসান পেপে। ম্যাচের অষ্টম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন আইভোরি কোস্ট তারকা। মৌসুমে এটি পেপের পঞ্চম গোল।

প্রথমার্ধের ৪২ মিনিটে ‘গানার’দের হয়ে দ্বিতীয় গোল করেন গ্রীক ফুটবলার সক্রেটিস। দ্বিতীয়ার্ধে ইউনাইটেড কিছু সুযোগ তৈরি করলেও আর্সেনাল গোলরক্ষক বার্নান্দো লিওকে পরাস্ত করতে পারেনি।

ম্যাচের আগে আর্তেতা বলেন, ‘আমরা মেসুত ওজিলকে ঘিরে খেলার পরিকল্পনা সাজাব।’  ম্যাচে তার চিত্র দেখা যায়। এই জার্মান মিডফিল্ডার ম্যাচে ১১.৫৪ কিলোমিটার দৌড়েছেন। খেলায় আর্সেনালের কর্তৃত্ব বজায় রেখেছেন। অপরদিকে ইউনাইটেডের পল পগবা এই ম্যাচেও চোটের জন্য খেলতে পারেননি। এই ফ্রেঞ্চ ফুটবলারের গোড়ালিতে অস্ত্রপচার করতে হবে।

চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক জয় থেকে বঞ্চিত থাকল সুলশারের শিষ্যরা। ইউনাইটেডকে হারিয়ে সাত ম্যাচ পর ঘরের মাঠে জয় পেল আর্সেনাল।

২১ ম্যাচে আর্সেনাল ২৭ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠে এসেছে। আর সমান ম্যাচে ইউনাইটেড ৩১ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। চারে থাকা চেলসি এদিন ব্রাইটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। এ ড্রয়ে চেলসি ৫ পয়েন্টে এগিয়ে রইল ইউনাইটেড থেকে।


ঢাকা/কামরুল/পরাগ



from Risingbd Bangla News https://ift.tt/2Qfp1sd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages