বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

জন্মদিন উদযাপনের নামে কিশোর অপরাধ

জন্মদিন উদযাপনের নামে কিশোর অপরাধ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জন্মদিন উদযাপনে শুরু হয়েছে এক ধরনের কালচার; যেটা অপরাধের পর্যায়ে পড়ে। এতে ভয়ে আছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকরা। 

জন্মদিন উদযাপন করতে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছ অথবা ল্যাম্পপোস্টের সঙ্গে হাত-পা বেঁধে ডিম, আটা, রং ইত্যাদি মাথায় মাখিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়।

 

 

গত ১২ ডিসেম্বর মুরাদনগর উপজেলা সদরে ১০ম শ্রেণী পড়ুয়া তারেকুল ইসলামকে জন্মদিন উদযাপনের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধুরা। পরে তারেকুলকে গোমতী নদীর তীরে গাছে হাত-পা বেঁধে মাথায় ডিম, আটা মাখিয়ে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। পরে তারেকুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে।

শুধু তারেকুল নয়, গত ২২ দিনে জন্মদিন উদযাপনে এমন ঘটনার শিকার হয়েছে ১০ম শ্রেণীর ছাত্র রুহুল আমিন, নাইম, মাহাদি, ছাব্বির, রাজবির হোসেন রবিন; ৯ম শ্রেণীর ছাত্র মাহিদুল; কলেজ পড়ুয়া হৃদয়, নিজাম ও নিশাত। এরা সকলে মুরাদনগর ডি. আর সরকারি উচ্চ বিদ্যালয় ও কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের ছাত্র।

 

 

ভূক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ঘটনায় তাদের সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়; জন্মদিন উদযাপন করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ জানান, বিষয়টি গ্যাং কালচার নয়। তবে, এ ধরনের অতিরঞ্জিত দুষ্টুমী অপরাধের দিকে ঠেলে দেয়। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

 

 

মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম বলেন, জড়িতরা অবশ্যই অপরাধ করছে। তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে ছাত্রদের এ ধরনের কালচারে না জড়াতে পরামর্শ দেবেন বলে জানান।



ইমরুল/বকুল



from Risingbd Bangla News https://ift.tt/2SX0zxK

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages