শ্রেয়সী বিশ্বাসরাষ্ট্রবিজ্ঞানের গবেষক অন্ধকার রাস্তায় ছুটছি। আমাকে লাঠি-রড হাতে ধাওয়া করেছে জনা দশ-পনেরো। তখন রাত ৮টা-সওয়া ৮টা হবে। শীতের রাতে অন্ধকার রাস্তায় ছুটছি তো ছুটছিই। প্রায় এক কিলোমিটার ছোটার পর বড় রাস্তার মুখে পৌঁছই। ওখানে তখন অনেক গাড়ি, আলো। ওরা তাই আর এগোল না, ফিরে গেল। ওদের অনেককেই আমি চিনি। জেএনইউতে ওরা এবিভিপি করে। খানিক আগে ওরাই শিক্ষকদের বৈঠকে হামলা চালিয়েছে। তার পর হস্টেলে ঘুরে ঘুরে ওরাই পড়ুয়াদের মেরেছে। সবই হয়েছে পুলিশ এবং ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীদের সামনে। ওঁরা ছিলেন নীরব দর্শক। আমি নিশ্চিত, কর্তৃপক্ষই ওঁদের এই ভাবে নিষ্ক্রিয় থাকার নির্দেশ দিয়েছিলেন। তা না-হলে কেন রাত ৮টা-সওয়া ৮টায় ক্যাম্পাস লাগোয়া রাস্তার আলো নিভিয়ে রাখা হবে? সেই রাস্তায় হামলাবাজরা যখন আমাকে তাড়া করল, পুলিশ কিচ্ছুটি করল না! এর আগের ঘটনাও তো কম ভয়াবহ নয়। মেন গেটের সামনে আমাকে প্রথমে ধাক্কাধাক্কি, তার পর মারধর করে ওরা। আমি গেট লাগোয়া একটা চায়ের দোকানে ছিলাম। সেখানেই ওরা ঝাঁপিয়ে পড়ে। তখন প্রচুর সংখ্যক পুলিশকর্মী ওখানেও। অথচ পুলিশের সামনেই আমার উপর হামলা চলল। আমি কিন্তু তার পরেও ওখান থেকে সরে যাইনি। ক্যাম্পাসের ভিতরে আটকে থাকা দুই ছাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। ওঁরা আসতেই আবারও হামলা আমার উপর। পুলিশ যে কিছু করবে না, সেটা আগেই বুঝতে পেরেছি। তাই, দৌড় লাগালাম। ওরা ছাড়ল না। আমাকে তাড়া করল জনা দশ-পনেরো ছেলে। কারও মুখ ঢাকা, কেউ কেউ আবার সেই সবের তোয়াক্কা করেনি। এ দিনের ঘটনা থেকে একটা বিষয়ে নিশ্চিত হয়েছি যে, জেএনইউয়ের পড়ুয়াদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন অসহায় অবস্থা। ৭০ দিন ধরে আন্দোলন চলছে। অনলাইনে রেজিস্ট্রেশন চালু করেও ছাত্র ঐক্য ভাঙা যায়নি। তাই, কর্তৃপক্ষের মদতেই জেএনইউয়ে জামিয়া মিলিয়ার পুনরাবৃত্তি ঘটানো হল। আমি কিন্তু তার পরেও ওখান থেকে সরে যাইনি। ক্যাম্পাসের ভিতরে আটকে থাকা দুই ছাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। ওঁরা আসতেই আবারও হামলা আমার উপর। পুলিশ যে কিছু করবে না, সেটা আগেই বুঝতে পেরেছি। তাই, দৌড় লাগালাম। ওরা ছাড়ল না। আমাকে তাড়া করল জনা দশ-পনেরো ছেলে। কারও মুখ ঢাকা, কেউ কেউ আবার সেই সবের তোয়াক্কা করেনি। এ দিনের ঘটনা থেকে একটা বিষয়ে নিশ্চিত হয়েছি যে, জেএনইউয়ের পড়ুয়াদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন অসহায় অবস্থা। ৭০ দিন ধরে আন্দোলন চলছে। অনলাইনে রেজিস্ট্রেশন চালু করেও ছাত্র ঐক্য ভাঙা যায়নি। তাই, কর্তৃপক্ষের মদতেই জেএনইউয়ে জামিয়া মিলিয়ার পুনরাবৃত্তি ঘটানো হল। আরও পড়ুন:
from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2QNLSuj
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন