বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

পৌষের শেষে জাঁকিয়ে শীত রাজ্যে, এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ

এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তুরে হাওয়া জোরাল হওয়ায়, শীতের আমেজ দক্ষিণবঙ্গে। পৌষের শেষে কী তাহলে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াবে ? ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার ছিল মেঘলা আকাশ। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টিও হয়েছে। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। উত্তুরে হাওয়া জোরাল হওয়ায় নেমেছে তাপমাত্রার পারদ। পৌষের শেষে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় ফের জাঁকিয়ে শীত উপভোগ করছে রাজ্যবাসী। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতার-পাশাপাশি জেলাতেও নামছে তাপমাত্রার পারদ। পূর্বাভাস বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: হাওয়া অফিস সূত্রে খবর, এই ক'দিন ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রার পারদ। ফলে আগামী কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করবে রাজ্যবাসী। বেশ কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, ২ দিনাজপুরে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। শীতল দিনের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং ও সিকিমে তুষারপাতও হতে পারে বলে জানানো হয়েছে। রবিবারও রাজ্যজুড়ে দেখা যেতে পারে কুয়াশার দাপট। তবে, শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। আরও পড়ুন:


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/2FDbLYD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages