বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১ জানুয়ারী, ২০২০

ফের যোগীরাজ্য, কনস্টেবলকে জুতোপেটা করে মূত্রপান করালেন বিজেপি বিধায়ক!

এই সময় ডিজিটাল ডেস্ক: যোগীর পুলিশকে করে করানোর অভিযোগ উঠল তাঁর দলেরই এক বিধায়কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারখেড়ায়। অভিযুক্ত বিজেপি বিধায়কের নাম কিষানলাল রাজপুত। বিধায়কের হাতে নিগৃহীত কনস্টেবল মোহিত গুজ্জরের অভিযোগ, রাহুল নামে এক ব্যক্তির থেকে ৫০ হাজার টাকায় একটি মোটরবাইক কিনেছিলেন তিনি। মোটরবাইকটির রেজিস্ট্রেশনের আইনি কাগজপত্র না-থাকায়, সেটি তাঁর নামে করা যাচ্ছিল না। যে কারণে গাড়িটি ফেরত দিয়ে, টাকা ফেরত চান মোহিত। রাহুল তাঁকে পিলভিটের একটি জায়গায় দেখা করতে বলেন। সেখানে রাহুলের সঙ্গে ছিলেন কিষান রাজের ভাইপো ঋষভ-সহ আরও অনেকে। মোহিতের অভিযোগ, তিনি সেখানে পৌঁছলে, তাঁকে প্রবল মারধর করা হয়। দাবি, তাঁকে মারতে গুলিও করেছিল। কোনও মতে রক্ষা পেয়েছেন। অভিযুক্তরা তাঁর টাকার ব্যাগ ছাড়াও গলার সোনার চেনটিও কেড়ে নেয়। মোহিতের কথায়, 'নিজের প্রাণ বাঁচাতে অসম রোড পুলিশ চৌকিতে ছুটে যাই। সেখানে কিষাণলাল রাজপুত দলবল নিয়ে হাজির ছিলেন। কোনও কথা না বলেই আমাকে জুতোপেটা করতে থাকেন। এমনকী আমাকে কিষানের সমর্থকেরা মূত্রপান করতেও বাধ্য করেন।' মোহিতের অভিযোগ, চৌকিতে তখন অনেক পুলিশকর্মী থাকলেও কেউ এগিয়ে আসেননি। প্রত্যেকে নীরব ভূমিকা নেন। তিনি সুনগড়ি থানায় এ নিয়ে অভিযোগ করলেও, কোনও পদক্ষেপ করা হয়নি। প্রহৃত কনস্টেবল জানান, তিনি আদালতে যাওয়ার পরেই পুলিশ ওই বিধায়ক ও তাঁর দলবলের বিরুদ্ধে এফআইআর নেয়। পুলিশ সূত্রে খবর, কিষান লাল রাজপুত, ঋষভ ও রাহুল-সহ মোট ৫০ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে।


from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2FdDmPy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages