বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১ জানুয়ারী, ২০২০

দু-ঘণ্টার ব্যবধানে ৪ বার কাঁপল কাশ্মীর

এই সময় ডিজিটাল ডেস্ক: ঘড়ির হিসেবে শুরু থেকে শেষ-- মাঝের এই সময়টার ব্যবধান ২ ঘণ্টাও নয়। তার মধ্যে চার চার-বার কেঁপে উঠল কাশ্মীর। না, জঙ্গি বিস্ফোরণ নয়। ভূমিকম্পে। রিখটার স্কেল বলছে, কোনও কম্পনই মৃদু ছিল না। তীব্র না হলেও, মাঝারি ছিল কম্পনের মাত্রা। সবচেয়ে কম কম্পাঙ্ক ছিল ৪.৭, সর্বোচ্চ তীব্রতা ধরা পড়ে ৫.৫। সোমবার রাতে পরপর এই কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন কাশ্মীরবাসী। লোকজন ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। যদিও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজির রেকর্ড বলছে, প্রথম মাঝারি কম্পনটি অনুভূত হয় সোমবার রাত ১০টা ৪২ মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। ৬ মিনিটের মাথায় দ্বিতীয়বার আরও তীব্র কম্পাঙ্কের ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৫। দুটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তৃতীয় কম্পনটি হয় রাত ১০টা ৫৮ মিনিটে। তীব্রতা ধরা পড়ে ৪.৬। চতুর্থ তথা শেষ কম্পনটি অনুভূত হয় রাত ১১.২০ মিনিটে। তীব্রতা ছিল ৫.৪। একই রাতে জম্মু-কাশ্মীর ছাড়াও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প হয়েছে।


from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2Fc1T7W

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages