বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

অনন্তনাগে পুলিশের ফাঁদে তিন সন্ত্রাসবাদী, চলছে গুলির লড়াই

এই সময় ডিজিটাল ডেস্ক: গতকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ। আজ সকাল থেকেও চলছে গুলির লড়াই। তবে এদিন সকালে জওয়ানদের ফাঁদে পা দিয়ে আটক হয়েছে তিন সন্ত্রাসবাদী। পুলিশসূত্রে জানা গিয়েছে, অনন্তনাগের একটি বিল্ডিংয়ে এই মুহূর্তে রাখা হয়েছে ওই তিন সন্ত্রাসবাদীকে। সঙ্গে পুলিশের তরফে এ-ও জানানো হয়েছে যে, পুলিশ এবং জওয়ানদের আরও বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হচ্ছে। গতকালই পুলওয়ামায় জওয়ানদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ চালায় সন্ত্রাসবাদীরা। জওয়ানদের এক মেজরের মৃত্যু হয় ঘটনাস্থলে। ফেব্র‌ুয়ারিতে ঠিক যেভাবে হামলা চালানো হয়েছিল ঠিক সেই কায়দাতেই সোমবারও হামলা চালানোর চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীরা। গতকাল মৃত্যু হয়েছে এক আর্মি মেজরের। আব্দুল আহাদ মীর নামের এক সাধারণ নাগরিকও বিস্ফোরণে জখম হয়েছিলেন। মৃত্যু হয় তিন সন্ত্রাসবাদীরও।লক্ষ্য ছিল, আইইডি ঠাসা গাড়ি নিয়ে, সেনা ট্রাক উড়িয়ে দেওয়ার। কিন্তু, সন্ত্রাসবাদীদের সেই উদ্দেশ্য সফল হয়নি। সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, ৯ জওয়ান জখম হয়েছেন। তবে, কারও আঘাত গুরুতর নয়। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে, সন্ত্রাসবাদীদের সন্ধানে তল্লাশিতে নেমেছে নিরাপত্তা বাহিনী।

from Eisamay http://bit.ly/2IRtRXI

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages