বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১২ জুন, ২০১৯

‘ছদ্মবেশী’ ভিজিটরদেরও কড়া নজরে রাখবে পুলিশ

এই সময় ডিজিটাল ডেস্ক: না-আঁচালে বিশ্বাস নেই।বিজেপির তরফ থেকে বলা হয়েছে, আজ, বুধবার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হবে লালবাজারের উদ্দেশে অভিযান। কিন্তু নির্দিষ্ট রুটের বাইরে অন্য পথেও যাতে লালবাজারে পৌঁছে যাতে গোলমাল না-তৈরি করতে পারেন বিজেপি কর্মী-সমর্থকরা, সে জন্য আশপাশের সব রাস্তাতেই কড়া নজরদারির ব্যবস্থা রাখছে কলকাতা পুলিশ।এমনকী, লালবাজারে ভিজিটরের ছদ্মবেশেও যাতে বিজেপি কর্মী-সমর্থকরা যাতে ভিতরে না-ঢুকে পড়তে পারেন, তা-ও নিশ্চিত করতে চান পুলিশকর্তারা। লালবাজারে আগত পুলিশ ও অন্যান্য কর্মীদেরও পরিচয়পত্র দেখিয়েই ভিতরে ঢুকতে বলা হয়েছে। বস্তুত, আজ বিজেপির অভিযানের আগে যাতে মাছিও না-গলতে পারে, এমন ভাবে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করছে লালবাজার।পুলিশ সূত্রের খবর, বছর দুয়েক আগে বিজেপির লালবাজার অভিযানের সময় তিনটি রাস্তা ধরে এসেছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই অনুযায়ী টি-বোর্ড, বেন্টিঙ্ক স্ট্রিট এবং ফিয়ার্স লেনের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।এ বার এখনও পর্যন্ত রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল বেরিয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে আসবে ফিয়ার্স লেন পর্যন্ত। তার আগে বিজেপির সদর দপ্তর, হাওড়া ও শিয়ালদহ থেকে ছোট-বড় মিছিল এসে জড়ো হতে শুরু করবে। ফলে সকাল থেকেই মধ্য কলকাতা জুড়ে যানবাহন দফায় দফায় ব্যাহত হতে পারে।লালবাজার সূত্রের খবর, বিজেপির অভিযান সামাল দিতে প্রায় আড়াই হাজার বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। সকাল ৮টা থেকেই ধাপে ধাপে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন হবে। অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার থেকে কলকাতা পুলিশের সব ডিসি পদমর্যাদার অফিসারই থাকবেন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে। মোবাইল ভ্যান, হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের পাশাপাশি মোতায়েন করা হবে জলকামানও। তবে এই মিছিলের বাইরেও অন্য পয়েন্ট থেকে বিক্ষিপ্ত ভাবে বিজেপির নেতা-কর্মীরা লালবাজারে ঢোকার চেষ্টা করতে পারেন বলেও মনে করছেন পুলিশকর্তারা। সে জন্য গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বেন্টিঙ্ক স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট-সহ সবক’টি জায়গাতেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।এর আগে ২০১৭-এর মে মাসে লালবাজারের কাছে কয়েকটি বাড়ি থেকেও বিজেপি সমর্থকরা আশ্রয় নিয়েছিলেন। পরে সেখান থেকে লালবাজারে ঢুকে পড়ার চেষ্টা হয়। সেটা রুখতেও বাড়তি নজরদারি থাকবে। এ ছাড়া লালবাজারে যাতায়াতের পথে ১৯টি ছোট রাস্তা বা গলিতেও পুলিশ নজরদারি চালাবে।লালবাজারের এক কর্তা জানান, কোনও ভাবেই যাতে গোলমাল না-হয়, তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। লালবাজারের গেটে ডিউটিরত পুলিশ আধিকারিকদেরও বলে দেওয়া হয়েছে, মুখ চেনা হলেও লালবাজারের কর্মীদেরও পরিচয়পত্র দেখে তবেই ভিতরে ঢুকতে দিতে। বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন, লালবাজার অভিযানে গোলমাল করার জন্য উস্কানি দেওয়া হতে পারে। তাই বিজেপির সব কর্মী-সমর্থককে সতর্ক থাকতে বলা হয়েছে।

from Eisamay http://bit.ly/2Wuabhr

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages