এই সময় ডিজিটাল ডেস্ক: স্বচ্ছ ভারত যখন স্বচ্ছ হতে খুব তৎপর! তখনই আমরিকায় অস্বচ্ছতার একটি ছবি সামনে এল। টুর্নামেন্ট চলতে চলতেই মাঠের অদূরে একটি গাছের নীচে মূত্র বিসর্জন করছেন এক গল্ফার। ক্যামেরায় ধরা পড়েছে সে চিত্র। নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।সেই গল্ফারের নাম জন রাহম। গল্ফের দুনিয়ায় এই নামটা বেশ চেনাশোনাই বটে! তাঁর এমনতর কাণ্ডকারখানা ভাইরাল হলে ছিঃ ছিঃ রব উঠবে বৈকি! নিউইয়র্কের ফার্মিংডালে বেথপেজ ব্ল্যাকে চলছিল PGA Championship। সে সময়েই স্প্যানিশ এই গল্ফার এমন কাণ্ড ঘটিয়ে বসেন। এমনকি ভিডিয়োতে এ-ও দেখা গিয়েছে যে, তাঁর সামনেই আর এক ব্যক্তি গল্ফ খেলতে ব্যস্ত। তিনি আসলে রাহমেরই পার্টনার ডাস্টিন জনসন। টুইটারে কোথাও হাসির রোল উঠেছে। কোথাও আবার উঠেছে ছিঃ ছিঃ রব! একজন তো রাহমের পাশে দাঁড়িয়ে কিছুটা মজা করেই লিখে দিয়েছেন, 'তোমার পেয়ে গেলে আর কিস্যু করার নেই!'
from Eisamay http://bit.ly/2VA83EH
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন