এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ দফায় দেশের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে শামিল হতে যখন এ বুথ সে বুথ দৌড়ঝাঁপ করে চলেছেন দেশবাসী, ঠিক তখনই এক অন্য ঘটনা ঘটে গেল নালন্দার ছোট্ট একটা গ্রামে। সে গ্রামের কেউ ভোটই দিলেন না। কারণ একটাই! রাস্তা তৈরি হয়নি। সঙ্গে পর্যাপ্ত জলেরও অভাব। 'রাস্তা হয়নি, ভোটও দেব না' পোস্টার লিখে ভোট বয়কট করে সে গ্রামের বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দার চিরিয়াওঁয়া গ্রামে। বুথের সামনে গিয়ে জটলা করে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন গ্রামবাসীরা। এমনকি গ্রামবাসীদের বিরুদ্ধে ইভিএম মেশিন ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে। ব্লক ডেভেলপমেন্ট অফিসারের গাড়িও ভাঙচুর করেন বলে অভিযোগ। আর এরই মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় যখন ওই গ্রামবাসীদেরই একজন নালন্দার ২৯৯ নম্বর বুথে ঢুকে ভোট দিয়ে আসেন। দুই গোষ্ঠীর মধ্য রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় সে সময়ে।পোলিং অফিসার গ্রামবাসীদের ভোট দেওয়ার জন্য রীতিমতো কাকুতি-মিনতি করতে থাকেন। তাঁদের NOTA তে ভোট দিতেও আবেদন করেন পোলিং অফিসার। কিন্তু গ্রামবাসীরাও নাছোড়বান্দা। ভোট তাঁরা দেবেন না। শেষ পর্যন্ত ভোট তাঁরা দেননি।
from Eisamay http://bit.ly/30vmJZq
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন