এই সময় ডিজিটাল ডেস্ক: কান ফিল্ম ফেস্টিভ্যালে ওঁরাই অন্যতম হটেস্ট যুগল। অন্তত ভ্যানিটি ফেয়ার কান পার্টিতে নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে যখন সবার মাথা ঘুরে গেল, তখন একথা অবিশ্বাস করার কোনও জায়গাই নেই। শনিবার ফ্রান্সের হোটেল মার্তিনেজে কান ভ্যানিটি ফেয়ার পার্টিতে প্রিয়াঙ্কাকে দেখে কে বলবে যে তিনি ছত্রিশে পা দিয়েছেন! আঁটোসাঁটো চেইনমেল ড্রেস যেন তাঁর যৌবন ধরে রাখতে হিমশিম খাচ্ছিল। ক্যামেরার নজর যখন তাঁর সুগভীর ক্লিভেজ ফোকাস করতে ব্যস্ত, তখন স্ত্রীর মুখের দিকে অপলকে চেয়ে রইলেন প্রেমে পাগল হ্যান্ডসাম নিক। 69404466 পার্টিতে বড়ই উচ্ছ্বল আর প্রাণবন্ত ছিলেন পিগি চপ্স। ক্যামেরার সমনে অক্লেশে স্প্লিটেড ড্রেসের আগল খুলে নিজের সুঠাম পা মেলে ধরলেন সুন্দরী। ডার্ক প্রিন্সেসের সুডৌল থাই থেকে যেন গ্ল্যামারের বিচ্ছুরণ হল সেই মুহূর্তে। শোপার্ড পার্টির আলো ঝলমলে ভেন্যুতে চকচকে কালো স্টিপ হিলস পরে তাঁর চলনের ছন্দ দেখে বিভোর হয় সকলে। সেই সঙ্গে তাল মেলায় তাঁর হ্যান্ডব্যাগের পিচ্ছিল ত্বক। পহেলা দর্শনেই পার্টিতে বাজিমাৎ করলেন বলিউড-হলিউড কাঁপানো গ্ল্যামার কুইন। 69404475 সুন্দরী স্ত্রীর পাশে মোটেই বেমানান ছিলেন না নিকও। ক্যারামেল রঙের ব্লেজার আর স্ট্রেট লেগড কালো ট্রাউজার্সে তাঁকে দেখেও তাক লেগে গিয়েছে পার্টি অ্যানিম্যালদের। সব মিলিয়ে, এদিনের শোয়ে সেরা আকর্ষণ ছিলেন এই তারকা দম্পতি।
from Eisamay http://bit.ly/30wRFsf
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন