এই সময় ডিজিটাল ডেস্ক: সাত দফার ভোট শেষে এবার সময় #ExitPoll-এর। আর রবিবার সন্ধ্যায় প্রকাশিত অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার দাবি অনুযায়ী, কেন্দ্রে সরকার গড়তে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন NDA। নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে NDA-এর জন্য ৩০৪টি আসনের পূর্বাভাস করেছে Times Now-VMR। একই সমীক্ষায় UPA-কে দেওয়া হয়েছে ১১৮টি আসন। অন্যান্য- ১২০। Times Now-VMR সমীক্ষা অনুযায়ী, সবচেয়ে বড় চমক পশ্চিমবঙ্গে। ৪২ আসনে তৃণমূল কংগ্রেস ২৯ আসন পেয়ে গড় রক্ষা করলেও, ১১ আসন পাওয়ার পূর্বাভাস রয়েছে BJP-র জন্য।এই একই সমীক্ষা অনুযায়ী, ৮০ আসনের উত্তরপ্রদেশেও মহাজোট (৩৫)-এর থেকে বেশি আসন পেতে পারে NDA (৪৩)।India Today-My Axis সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ২১ আসন পেতে পারে BJP নেতৃত্বাধীন NDA। তৃণমূল পেতে পারে ২১টি আসন। C Voter জানাচ্ছে, ১১টি আসন পেতে পারে NDA, কংগ্রেস ২টি এবং তৃণমূল কংগ্রেস ২৯টি আসন পেতে পারে। #TimesNowExitPoll | TIMES NOW-VMR 2019 Exit Poll for West Bengal: Seat Share: Cong: 02 BJP: 11 AITC: 28 LF: 01 O… https://t.co/ncfcZil510— TIMES NOW (@TimesNow) 1558272809000 Times Now-VMR সমীক্ষায় বিহারের ৪০ আসনের মধ্যে NDA ৩০ আসন পাবে বলে পূর্বাভাস করা হয়েছে। বাকি আসন UPA-র ঝুলিতে যেতে পারে। মহারাষ্ট্রের ৪৮ আসনেরম মধ্যে NDA ৩৮টি এবং UPA ১০টি আসন পাবে বলে পূর্বাভাস করা হয়েছে। ৩৯ আসনের তামিলনাড়ুতে NDA-র 'ডবল ডিজিট' হবে না বলে পূর্বাভাস Times Now-VMR এর। সেখানে DMK-র সঙ্গে জোট করে কংগ্রেস পেতে পারে ২৯টি আসন। কর্নাটকের ২৮ আসনের মধ্যেও ২১টি আসন পেয়ে এগিয়ে রয়েছে NDA। ২৬ আসনের গুজরাটেও ২৩ আসন পেয়ে এগিয়ে রয়েছে BJP। যদিও এক্সিট পোলের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে 'এক্সিট পোল গসিপ।' তিনি এক্সিট পোলে 'বিশ্বাস' করেন না বলেও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। 'EVM কারচুপির' অভিযোগ করেছেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। I don’t trust Exit Poll gossip. The game plan is to manipulate or replace thousands of EVMs through this gossip. I… https://t.co/EpXKEfu4KC— Mamata Banerjee (@MamataOfficial) 1558274723000 Have ‘Delhi media’ who masquerade as ‘national media’ lost their credentials and credibility? So-called Exit Polls… https://t.co/WNjhhGUXFI— Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) 1558274458000 এক্সিট পোল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটকেই রিট্যুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা AAP নেতা অরবিন্দ কেজরিওয়াল। এক্সিট পোল নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন NC নেতা ওমর আবদুল্লাও।Every single exit poll can’t be wrong! Time to switch off the TV, log out of social media & wait to see if the worl… https://t.co/UGxZNGfom5— Omar Abdullah (@OmarAbdullah) 1558273025000
from Eisamay http://bit.ly/2VwkYHy
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন