এই সময় ডিজিটাল ডেস্ক: সাত দফার মহারণ শেষ। রবিবার সন্ধে থেকে মিলতে শুরু করেছে বুথফেরত সমীক্ষার ফলাফল। তার প্রায় সব ক’টিতেই দেখা যাচ্ছে বেশ কিছুটা এগিয়ে থাকছে এনডিএ। এ হেন অবস্থায় দিল্লি দখলের স্বপ্ন প্রায় অলীক থেকে যাবে যদি না সময় থাকতে নিজেদের মধ্যে আলাপ-আলোচনায় বসেন সাবেকি মহাগঠবন্ধনের শরিকরা। তাই প্রস্তুতি হয়ে গেল রবিবার থেকেই। আর শুরুটা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধানচন্দ্রবাবু নাইডু।এ দিন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি। প্রায় পঁয়তাল্লিশ মিনিট সনিয়ার বাসভবনে বৈঠক চলে দু’জনের।সন্ধের মুখে যে ক’টি বুথফেরত সমীক্ষার ফল বেরিয়েছে, তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে অন্ধ্রপ্রদেশের উপর রাশ আলগা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর। সে দিক থেকে দেখলে তাঁর এই আলোচনা বাস্তবে কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে অবশ্য প্রশ্ন থাকছেই। কিন্তু পাশাপাশি বুথফেরত সমীক্ষার ফলে কংগ্রেসেরও তরফে এমন আহামরি কিছু আশার জাগছে না যা দেখে সনিয়া এ মুহূর্তে চন্দ্রবাবুর প্রস্তাব অগ্রাহ্য করে দিতে পারেন। ফলে দু’পক্ষেরই একে অপরকে প্রয়োজন। শুধু সনিয়া কেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও রবিবার সকালের দিকে দেখা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মহারাষ্ট্রে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। উদ্দেশ্য স্পষ্ট। বিজেপি বিরোধী দলগুলিকে ভোটের ফল বেরোনোর আগে যেনতেন প্রকারেণ একই ছাতার তলায় নিয়ে আসা। এবং সেটা সময় হাতে থাকতেই করে নিতে চাইছেন অন্ধ্রের পোড়খাওয়া রাজনীতিক।তাৎপর্যপূর্ণভাবে এ দিন তিনি লখনৌয়ে দেখা করেন সপা প্রধান অখিলেশ যাদব ও বসপা প্রধান মায়াবতীর সঙ্গেও। এ মুহূর্তে এ সাক্ষাতের বিশেষ মানে রয়েছে জাতীয় রাজনীতিতে। মহাগঠবন্ধনের উৎসাহী শরিক হিসেবে শুরু করলেও পরে সপা ও বসপা কংগ্রেসকে বাদ দিয়েই জোট করেছিল উত্তরপ্রদেশে। শুধু তা-ই নয়, আমেঠি ও রায়বরেলি ছাড়া বাকি সব ক’টি আসনে প্রচারের সময় রীতিমতো কংগ্রেসকে আক্রমণও করেছিল তারা। শুধু উত্তরপ্রদেশ নয়, উত্তর ভারতের আরও একাধিক রাজ্যে কংগ্রেসকে বাদ দিয়ে এই মহাজোট নিয়েই ভোটে গিয়েছিল তারা। এখন, ভোটের ফলপ্রকাশের আগে যদি তারা চন্দ্রবাবুর দৌত্যের জেরে কংগ্রেসের সঙ্গে আলোচনার টেবিলে আসতে রাজি হয়, তাহলে কিন্তু জাতীয় রাজনীতির অনেক ছবিই বদলে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।ভবিষ্যত তা হবে কি না তা সুনিশ্চিত ভাবে বলার জো নেই। কিন্তু সোমবার এ ব্যাপারে সনিয়া গান্ধী ও রাহুলের সঙ্গে দিল্লিতে আলোচনায় বসার কথা বসপা সুপ্রিমো মায়াবতীর। তবে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা না পেলেই এই সমস্ত সমীকরণ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা। আপাতত সেই ভাবনা ধরেই দৌত্য শুরু করেছেন চন্দ্রবাবু নাইডু।
from Eisamay http://bit.ly/30vmLAw
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন