বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২০ মে, ২০১৯

‘বাহিনী নিয়ে BJP-র অত্যাচার’, ভোট দিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর

এই সময় ডিজিটাল ডেস্ক: 'CRPF-কে সঙ্গে নিয়ে অত্যাচার করেছে BJP। এমন ভোট আগে দেখিনি।' ভোট দিয়ে শেষদফার নির্বাচন নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এদিন মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ভোট-কেন্দ্রে সাংবাদিকরা চলতি নির্বাচন নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী তবে 'নির্বাচন চলছে। প্রচার সংক্রান্ত মন্তব্য' করবেন না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।কড়া নজরদারির মধ্যে আজ রাজ্যের ৯ লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। শেষ দফার নির্বাচনে গোলমাল রুখতে ৯ কেন্দ্রের প্রায় প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল। তবে এরমধ্যেই উত্তপ্ত হয় একাধিক এলাকা।উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। দফায় দফায় সংঘর্ষ হয় তৃণমূল ও BJP-র মধ্যে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান মদন মিত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে বাহিনী। কাঁকিনাড়া নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। বারাসতেও কুইক রেসপন্স টিমকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অভিযোগ, BJP-কে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালিয়েছে বাহিনী। দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন কাকলি ঘোষ দস্তিদার।

from Eisamay http://bit.ly/30rtrj3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages