এই সময় ডিজিটাল ডেস্ক: এক্সিট পোল ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও। তাঁর দাবি, বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত এই সমীক্ষা 'সন্দেহজনক'। অমরিন্দরের মতে, পঞ্জাব তথা জাতীয় পর্যায়ে অনেক বেশি ভালো ফল করবে কংগ্রেস। বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত এক্সিট পোলের হিসেব বলছে, কেন্দ্রে ফের ক্ষমতা আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। পঞ্জাবের ১৩টি আসনের মধ্যেও ৯-১০টি আসন নাকি পেতে চলেছে এই জোটই। অমরিন্দর সিংয়ের প্রশ্ন, 'আমার যাবতীয় অভিজ্ঞতা নিয়ে গোটা পঞ্জাব চষে ফেলে ভোটারদের মত বোঝার চেষ্টা করলেও অব্যর্থ হব না। তাহলে এই সব এক্সিট পোল কী ভাবে নির্ভুল হতে পারে?'আরও পড়ুন: 'পোল যা-ই বলুক, বিজেপি হারছেই'তাঁর বক্তব্য, 'এই লোকসভা নির্বাচনে কংগ্রেস অনেক বেশি ভালো ফল করবে বলে আমি আত্মবিশ্বাসী। এমনকি পঞ্জাবেও ৯ থেকে ১০টি আসন পাবে আমাদের দল।'শেষ দফার লোকসভা নির্বাচনের পরে তিনি তাঁর রাজ্যের ভোটারদের শান্তিপূর্ণ অবাধ ভোট করতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তাঁর দাবি, বিজেপির চেষ্টা সত্ত্বেও দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন মানুষ।
from Eisamay http://bit.ly/2VwkPUw
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন