বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ মে, ২০১৯

আর্দ্রতার দাপট বজায় রেখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তির বৃষ্টি পেল শহর কলকাতা। পূর্বাভাস মিলিয়েই শুক্রবার গভীর রাতে বর্জবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় কলকাতা ও আশেপাশের অঞ্চল। মেঘের গর্জনে ঘুম ভেঙে যায় অনেকেরই। তবে যতটা গর্জন হয়েছিল ততটা বর্ষায় নি। শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, শনিবার সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। গরম কমার কোনও সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে বিকেল বা সন্ধের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই বেড়েই চলছিল গরম। তাপ থেকে মুক্তি পেতে জেরবার হয়েছিল শহরবাসী। তবে এবার স্বস্তি মিলবে বলে আশা করছে হাওয়া অফিস। শুক্রবার রাতে গাঙ্গেয় পশ্চিমাংশের বেশ কয়েকটি অংশ যেমন পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস পায় হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনও বেশ কয়েকদিন বাকি। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।

from Eisamay http://bit.ly/2K2a5Lp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages