বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ মে, ২০১৯

শনিবার সকালে আবার কাঁপল আন্দামান, আতঙ্কে সাধারণ মানুষ

এই সময় ডিজিটাল ডেস্ক: ১৮ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৬.৭ রিখটার স্কেলে ভূমিকম্প হয়েছে। মিশা থেকে ৬৮ মাইল দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৬.২ মাইল গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এর পর আর বেশ কয়েকটি ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের এই দ্বীপপুঞ্জ। শনিবার ভোর রাতে ফের একবার ভূকম্পন অনুভূত হল আন্দামানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। এমনই তথ্য পাওয়া গিয়েছেন ভারতের আবহাওয়া দফতর থেকে। ভোররাত ২.৫২ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তৃত অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল। পর পর ভূমিকম্প হওয়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তার ভৌগলিক অবস্থানের জন্য ভূমিকম্প প্রবণ। যে সব দ্বীপে জনবসতি রয়েছে, তার বাইরেও এখানে ৫০০টি এমন দ্বীপ আছে যেখানে মানুষের বাস নেই। চলতি বছরের এপ্রিল মাসে মাত্র ২ ঘন্টার ব্যবধানে এখানে প্রায় ৯টি ভূমিকম্প হয়েছে। এই তথ্য পাওয়া গিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে।

from Eisamay http://bit.ly/2JDKNUA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages