বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ মে, ২০১৯

তাজ্জব ডাক্তাররা, এই ব্যক্তির পেটে এমন সব জিনিস ছিল!

এই সময় ডিজিটাল ডেস্ক: শুনে অবাক লাগলেও, এটাই সত্যি! এক ৩৫ বছরের যুবক গিলে ফেলেছিলেন ছুরি, স্ক্রুড্রাইভার, চামচ এমনকি টুথব্রাশও। আর এই সমস্ত জিনিস তাঁর পাকস্থলী থেকে বার করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশে।সূত্রের খবর, পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের শ্রী লালবাহাদুর শাস্ত্রী নামে এক সরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি। এক্সরে করে চিকিৎসকরা জানতে পারেন পাকস্থলীর মধ্যে বেশ কিছু ধাতব বস্তু রয়েছে। যেগুলি তাড়াতাড়ি পাকস্থলী থেকে বের করে ফেলতে হবে। এর পর তাঁর অস্ত্রোপচার করা হয়। কিন্তু, অস্ত্রোপচার করে এমন সব জিনিস উদ্ধার হল, যেগুলি দেখে তাজ্জব চিকিৎসকরা। সূত্রের খবর, ওই ব্যক্তির পাকস্থলী থেকে পাওয়া যায় ৮টি চামচ, ২টি স্ক্রুডাইভার, ২টি টুথব্রাশ ও একটি ছুড়ি। একজন সুস্থ মানুষের পক্ষে এগুলো খাওয়া একেবারেই সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ওই হাসপাতালের চিকিৎসক নিখিল জানিয়েছেন, তাঁকে সুস্থ করার জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। আপাতত অস্ত্রোপচার সফল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

from Eisamay http://bit.ly/2K2a5uT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages