বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ মে, ২০১৯

বাম ভোট টেনেছে পদ্ম, কবুল সিপিএম মুখপত্রে

পার্থসারথি সেনগুপ্তবাম ভোট যে বিজেপি ভালোমতোই পেয়েছে, দলীয় মুখপত্রে তা স্বীকার করল সিপিএম। তবে এমন পরিস্থিতি তাঁরা আঁচ করতে পারেননি, শুক্রবার সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এমনটাই দাবি করেছেন। এই বিষয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকারের মত, ‘যা সত্য, তা বলাই সততার লক্ষণ। বামপন্থীদের পরাজয় মানেই বামপন্থার পরাজয় নয়। পুরোনো দিনের মতো আবার বামপন্থীদের হাটে বাজারে, পাড়ায় পাড়ায় মানুষের সুখ-দুঃখের শরিক হতে হবে।’ সমাজতত্ত্ববিদ প্রশান্ত রায়ের ধারণা, ‘যা ঘটেছে তা স্বীকার না করলে ভন্ডামির অভিযোগ উঠতে পারে। আর আজকের দিনে বিশ্বব্যাপী এটাই প্রবণতা, ভুল স্বীকার করে নেওয়া।’বস্তুত, লোকসভা ভোটের ফল প্রকাশের পরদিনই তৃণমূলের নেতারা ‘রামবাম’ জোটের অভিযোগ তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, বাম শিবিরের ভোটেই ফুলেফেঁপে উঠেছে বিজেপি। যদিও, রাজ্যের শাসক দলের তরফে এই অভিযোগ ওঠার আগেই দলীয় মুখপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘১০ শতাংশ থেকে বিজেপির ভোট বেড়ে ৪০ শতাংশের কাছে পৌঁছেছে। বিজেপির এই ভোট বৃদ্ধির ক্ষেত্রে তৃণমূল বিরোধী বাম সমর্থক মানুষদের সমর্থনের লক্ষ্মণ স্পষ্ট।’ তবে বিজেপির বাড়বাড়ন্তের মূল দায় তারা চাপিয়েছে তৃণমূলের উপরই।এই প্রসঙ্গে দলীয় মুখপত্রের বিশ্লেষণ, ‘বাংলার বুকে টিএমসির গণতন্ত্র ধ্বংসকারী ও প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার রাজনীতির অবশ্যসম্ভাবী পরিণতি বিজেপির সার্বিক উত্থান।’ এ ক্ষেত্রে টিএমসি-র ভোটব্যাঙ্কেও যে গৈরিক শিবির থাবা বসিয়েছে, সে কথাও বলা হয়েছে। কারণ, বামভোট যেমন বিজেপিতে গিয়েছে, একই ভাবে তৃণমূল সমর্থক ভোটারেদের একাংশও বিজেপিকে ভোট দিয়েছে বলেই সিপিএমের অভিযোগ। গৈরিক শিবিরে উত্থানে রাজ্যে শাসকদলের অপরিণামদর্শী রাজনীতির নেতিবাচক প্রভাবের কথাও বলা হয়েছে। দলীয় মুখপত্র জানিয়েছে, টিএমসি পেয়েছে প্রায় ৪৩ শতাংশ ভোট, বামফ্রন্ট ৭.৫ শতাংশ ও কংগ্রেস ৫.৫ শতাংশ। গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার টিএমসির ভোট তেমন না কমলেও বাম ও কংগ্রেসের ভোট ভালই কমেছে। গণশক্তির প্রতিবেদন অনুযায়ী, ‘বিজেপি বিরোধিতার অভিনয়ে সংখ্যালঘুদের ভোট সংহত করে ঘাসফুলে টানতে সক্ষম হয়েছেন মমতা। বড় ক্ষতি হয়েছে বামপন্থীদের।’ সব মিলিয়ে, বাংলার রাজনীতিতে বিজেপি’র উত্থান যে এক গুরুতর বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে বামপন্থীদের অকপটে তা স্বীকার করেছে সিপিএম। মাত্র দু’টি আসন থেকে এক লাফে বিজেপির ১৮টি আসন লাভ রাজ্যরাজনীতিতে এক ‘স্থায়ী’ ও ‘গুরুতর’ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে সিপিএম। তবে এই ঘটনার নিবিড় পর্যালোচনারও প্রতিশ্রুতিও দলীয় মুখপত্রের মাধ্যমে দিয়েছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। এই সংক্রান্ত প্রতিবেদনে লেখা হয়েছে, ‘ভয়াবহ বিপর্যয় বামপন্থীদের। এ বারের লোকসভা নির্বাচনে বামফ্রন্ট বাংলার বুকে একটি আসনও জয় করতে পারেনি। দল কিন্তু আগে থেকে এই বিপর্যয়ের কোনও অশনিসঙ্কেতই পায়নি। দলীয় মুখপত্র আনুযায়ী দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘আমাদের পার্টিজীবনে এত বড় পরাজয়ের মুখোমুখি হইনি। যা আগে অনুমান করা যায়নি। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী বলেন, ‘ভোট হারানোটা এমন কিছু বড় কথা নয়। আসলে দিশাটাই তো এরা বহুদিন আগেই হারিয়ে ফেলেছে।’

from Eisamay http://bit.ly/2wlklqi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages