বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ মে, ২০১৯

শনিবার সকালে ট্রেন অবরোধে নাকাল যাত্রীরা

এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার সকাল থেকেই ভোগান্তি সাধারণ মানুষের। ট্রেন চলাচল বিঘ্নিত শিয়ালদার পূর্ব শাখায়। শনিবার সকাল ৭.২০ থেকেই কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগর লাইনে বন্ধ ট্রেন পরিষেবা। রেল সূত্রে জানা গিয়েছেন সকাল ৭.২০ নাগাদ মদনপুরে ট্রেন অবরোধ করেন একদল মানুষ। এরপর একে একে সিমুরালি (সকাল ৭.৪০), চাকদা (সকাল ৭.৪০) এবং বাদকুল্লা (সকাল ৭.১৮)-এ ট্রেন অবরোধে নামেন একদল প্রতিবাদকারী। ট্রেন পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগে এই অবরোধ হয়নি বলেই জানা গিয়েছে। সকাল ৯.০৩-এ কল্যাণী-রানাঘাট সেকশনে সিমুরালির কাছে উঠিয়ে নেওয়া হয় অবরোধ। এই অবরোধের জেরে দেরিতে চলছে তিনটি আপ ও চারটি ডাউন শাখার মোট ৭টি ইএমইউ লোকাল ট্রেন এবং মৈত্রী এক্সপ্রেস। আপ লাইনে অন্তত কল্যাণী পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে পূর্ব রেল।

from Eisamay http://bit.ly/2Qpi9aa

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages