বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ মে, ২০১৯

গাড়িতে আটকে ২ ঘন্টা, দমবন্ধ হয়ে মৃত্যু ৩ শিশুর

এই সময় ডিজিটাল ডেস্ক: ২ ঘন্টা গাড়ির ভিতর আটকে থাকায় দমবন্ধ হয়ে বেঘোরে প্রাণ গেল তিন ভাই-বোনের। শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইন্দোরের সানওয়ারে। পুলিশ জানিয়েছে, ২ থেকে ৬ বছরের শিশুরা গাড়ির ভিতর খেলছিল। পরিবারের কোনও সদস্যই গাড়ির ভিতরে বা কাছে ছিলেন না। তাঁরা যে খেলতে খলতে গাড়ির মধ্যে আটকে পড়ে গিয়েছে, তা জানতেন না কেউই। ২ ঘন্টা গাড়ি ভিতর ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে দমবন্ধ হয়ে মারা যায় তিন শিশু। তাঁদের নাম পুনম (৬), বুলবুল(৪), প্রতীক (২)।শিশুদের বাবা পবন ধোলি জানিয়েছেন, সকাল ৮টার সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার জন্য বাড়ি থেকে তৈরি হয়েছিল তাঁরা। চন্দ্রভাগা এলাকায় তাঁদের বাড়ি, সেখানেই গাড়িটি পার্ক করা ছিল। সেই সময় গাড়ির দরজা বন্ধ হয়ে যায়। দরজার লকও খোলা যায়নি। ছেলে মেয়েরা আসেনি দেখে সকলে খোঁজ করতে শুরু করেন পরিবারের সকলেই। এক প্রতিবেশী গাড়িটি চেক করতে বললে তাঁরা সকলেই গাড়ির দিকে ছোটেন। দরজা ভেঙে খুলতেই তিন শিশুর ঘেমে যাওয়া দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে তিন ভাই বোনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সক। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।খবরটি ইংরেজিতে পড়ুন...

from Eisamay http://bit.ly/2wlomuQ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages