এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভারতের সাধারণ নির্বাচনের ফল বেরোতেই আন্তর্জাতিক মহলের সব নেতারাই শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদীকে। বাদ যাননি মোদী-বন্ধু ট্রাম্পও। ট্যুইট করে মোদী এবং তাঁর দল বিজেপির অভূতপূর্ব জয়ের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্যুইটে ট্রাম্প লিখেছিলেন, 'ভোটে বড় জয়লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল বিজেপিকে অনেক শুভেচ্ছা।' আরও পড়ুন: 'বড় জয়!' মোদীকে শুভেচ্ছা ট্রাম্পের শুক্রবার ফের নরেন্দ্র মোদীর প্রশংসা করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ভারতের মানুষ ভাগ্যবান নরেন্দ্র মোদীর মতো একজন প্রধানমন্ত্রী পেয়ে। তিনি খুবই ভালো মানুষ এবং যথার্থ নেতা। ট্যুইটে ট্রাম্প লিখেছেন, ‘এখনই ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হল। উনি খুবই ভালোমানুষ এবং ভারতের জনগণের আদর্শ নেতা। ওঁরা ভাগ্যবান মোদীর মতো নেতা পেয়ে।’ আরও পড়ুন: নমোর সেকেন্ড ইনিংসে অভিনন্দনের বন্যা আন্তর্জাতিক মহলে তার কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন, আমেরিকার হয়ে তিনি নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী বন্ধু থাকলে ভারতের সঙ্গেও আমেরিকার সম্পর্ক ভালো থাকবে।
from Eisamay http://bit.ly/2JCPHRO
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন