এই সময় ডিজিটাল ডেস্ক: মায়ের আশীর্বাদকে পাথেয় করেই বেরিয়েছিলেন ভোট যুদ্ধে। সেই যুদ্ধে প্রতিপক্ষদের প্রায় নিশ্চিহ্ন করেই জয়ের পতাকা তুলেছিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধেবেলাতেই রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে তাঁর ইস্তফা জমা দিয়েছেন। অনুমান করা হচ্ছে রবিবার নতুন মন্ত্রীসভা গঠনের প্রস্তাব রাখবেন। কিন্তু এই সবকিছুর আগে মায়ের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করতে যাবেন নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে ট্যুইট করে মোদী জানান, শনিবার গুজরাটে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে রবিবার তাঁর কেন্দ্র বারাণসী যাবেন। সেখান থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার ভোটে জিতেছেন নরেন্দ্র মোদী। সেখানকার মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাতেই এই সফরসূচী। Will be going to Gujarat tomorrow evening, to seek blessings of my Mother. Day after tomorrow morning, I will be in… https://t.co/5yi965FS3l— Narendra Modi (@narendramodi) 1558759400000 Party colleagues from Kashi gave me the official certificate of election from Varanasi Lok Sabha constituency! Fe… https://t.co/ATgcesk8Kx— Narendra Modi (@narendramodi) 1558708460000 আরও পড়ুন: ছেলে অপ্রতিরোধ্য, উচ্ছ্বসিত মোদী জননী হীরাবেন! ২৩ তারিখ ফলাফল ঘোষণার পরেও মুক্ত কন্ঠে কাশির মানুষদের প্রশংসা করেছিলেন নমো। জানিয়েছিলেন সেখানকার মানুষের জন্যে কাজ করতে তিনি তৈরি।এবং তাঁদের নত মস্তকে প্রণাম জানান। আরও পড়ুন: মায়ের শুভেচ্ছা, স্ত্রীর উপবাস জীবনের যেকোনও গুরুত্বপূর্ণ কাজের আগে মা হীরাবেন-এর সঙ্গে দেখা করে তবেই পদক্ষেপ করেন মোদী। আগামীদিনে দেশ চালানোর গুরুভার কাঁধে ফের একবার তুলে নেওয়ার আগে তাই এই সাক্ষাত্ অত্যন্ত তাত্পর্যপূর্ণ।
from Eisamay http://bit.ly/2K3DXHi
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন