বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২০ মে, ২০১৯

বিশ্বের সর্বোচ্চ পোলিং বুথে ভোটার ৩৪!

এই সময় ডিজিটাল ডেস্ক: ভূতল থেকে ১৫,২৫০ ফুট উঁচু! সেখানেই পোলিং বুথ। সেখানেই ভোটারদের জড়ো হওয়া। আর দেশের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসবেরও আঁচ মিলল সেখানেই। চিনতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়! ভ্রমণপিপাসু বাঙালির ঢুঁ মারার অন্যতম জায়গা সেটি। হিমাচল প্রদেশের তাশিগঞ্জ গ্রাম। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই ওঠানামা করছে। মান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ছোট্ট গ্রাম। গত শুক্রবারই সময় মতো দল-বল নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন পোলিং অফিসার। আর ইভিএম এসেছিল হেলিকপ্টারে করে। ভারতীয় বায়ুসেনার একটি দল সেখানে ইভিএম পৌঁছে দিয়ে গিয়েছিল সেখানে। এ দিন সকাল ৭টা নাগাদ ভোট প্রক্রিয়া শুরু হয় তাশিগঞ্জ গ্রামে। সে সময়ে তাপমাত্রা ছিল প্রায় ১ ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু ঠান্ডা বিন্দুমাত্র দমাতে পারেনি সেখানকার ভোটারদের। ৩৪ জন ভোটার এসে ভোট দিয়ে গিয়েছেন সেই কেন্দ্রে।

from Eisamay http://bit.ly/2JtxK85

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages