বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২০ মে, ২০১৯

দলিত হয়ে ঘোড়ায় চড়ে বিয়ে! যুবককে বেধড়ক মার রাজপুতদের

এই সময় ডিজিটাল ডেস্ক: দলিতদের চোখ রাঙানির ঘটনায় বারবার জ্বলে উঠছে দেশ। আবারও একবার এই একই ঘটনা সামনে এল। এক দলিত যুবককে পেটানোর অভিযোগ উঠল রাজপুতদের বিরুদ্ধে। তাঁর দোষ, তিনি ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছিলেন। আর তাতেই ফুঁসে ওঠেন রাজপুতরা। মেঘওয়াল সম্প্রদায়ের ছেলে হয়ে কী করে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যায়, রাজপুত সম্প্রদায়ের চটে যাওয়ার বিষয় ছিল মূলত এটাই। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বীকানেরের নাপাসার গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গ্রামে তিনি বিয়ে করতে যাচ্ছিলেন, সেই গ্রামেই তাঁকে ক্ষিপ্ত রাজপুতদের কবলে পড়তে হয়। বেলাসার গ্রামের রাজপুত সম্প্রদায় বেদম প্রহার করেন ওই দলিত যুবককে। বরপক্ষের একটি গাড়িও ব্যাপক ভাঙচুর করা হয়।

from Eisamay http://bit.ly/2JTNaSv

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages