এই সময় ডিজিটাল ডেস্ক: ভাটপাড়া উপনির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় বোমাবাজি, ইটবৃষ্টি ও সংঘর্ষে উত্তপ্ত এলাকা। বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মদন মিত্রকে লক্ষ করে মুড়ি-মুড়কির মতো বোমা ছোড়ার অভিযোগ BJP-র বিরুদ্ধে। দিনভর কাঁকিনাড়ার নানা এলাকায় বাধার মুখে পড়তে হল মদনকে। উত্তপ্ত কাঁকিনাড়ার একাধিক এলাকায় বোমাবাজি চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছচ্ছে পুলিশের পদস্থ কর্তারা। কাঁকিনাড়া নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন।আজ সকালে কাঁকিনাড়ার ৩৭, ৪২ ও ৪৩ নং বুথে BJP বুথ জ্যাম করছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর অভিযোগ, সেখানে তৃণমূল এজেন্ট বসতে দেওয়া হয়নি। কেন ধীর গতিতে ভোট হচ্ছে, তা নিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে জানতে চান তিনি। এদিকে, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মদন। #WATCH: TMC leader Madan Mitra, party's candidate for the bypoll to Bhatpara Assembly seat, argues with a security… https://t.co/5KQhGHOLFW— ANI (@ANI) 1558255704000 এরপর কাঁকিনাড়ির ৩৭ নম্বর বুথে দলের এজেন্ট বসাতে গেলে BJP কর্মীরা মদনকে লাঠি হাতে তাড়া করে বলে অভিযোগ। বাহিনীর জওয়ানের সঙ্গে হাতাহাতি বাঁধে মদন মিত্রের দেহরক্ষীর। তাঁর হাতে চোটও লাগে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। কিছু সময় পেরোতেই কাকিনাড়া নয়া বাজার এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। প্রকাশ্যে বোমা-গুলি ছোড়া হয় মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে। গুলি চালায় দুষ্কৃতীরা। মদনের গাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
from Eisamay http://bit.ly/2LRREf7
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন