বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২০ মে, ২০১৯

বাড়িতে ঢোকার 'পরিস্থিতি' নেই, একলা ভোট দিয়ে ফিরলেন শোভন!

এই সময় ডিজিটাল ডেস্ক: তিনি এলেন। ভোট দিলেন। আর তারপরে চলেও গেলেন। তা-ও আবার নিজের বাড়িরই সামনে দিয়ে। কলকাতার প্রাক্তন মেয়র তথা শোভন চট্টোপাধ্যায়ের নামের সঙ্গে আপাতত 'জয় করলেন' বিষয়টা বড্ড বেমানান। এদিন লোকসভা নির্বাচনের শেষ দফায় ১৩২ নম্বর ওয়ার্ডের শিশু ভারতী স্কুলে ভোট দিয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায়। যে পাড়ায় এক সময়ে তাঁকে নিয়ে হই হই রব উঠত, সেই নিজের পাড়াতেই ভোট দিয়ে গেলেন শোভন। তবে হইহই রবটা আর শোনা গেল না আগের মতো। নিজের বাড়িতেও ঢুকলেন না। তবে এদিন শোভন ভোট দিতে এলেন ঠিকই! তবে দেখা মিলল না তাঁর সর্বক্ষণের সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। ভোট দিয়ে বেরিয়ে এসে শোভন বললেন, "এসেছিলাম শুধুই ভোট দিতে। সেই ভোটটাই দিলাম। একটু পরেই নানান চ্যানেলে এক্সিট পোল দেখব। তারপরে ২৩ মে আসল ফলাফল কী হয় দেখব!"কিন্তু পর্ণশ্রীর মহারানি ইন্দিরা রোডের ১৩৯/ডি/এ যে বাড়িটা শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি একটা সময়ে ভাবাও যেত না! সেই বাড়িরই সামনে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। দাঁড়ালেনও না। অভিমানী শোভন বলে উঠলেন, "এই বাড়িতে যাওয়ার আর কোনও প্রশ্নই ওঠে না! যে ভাবে এই বাড়ি থেকে বঞ্চনার শিকার হয়েছি, বাড়ির পরিবেশ যেভাবে নষ্ট করা হয়েছে, সেখানে আর যাওয়ার কোনও প্রশ্নই নেই!"বাবার সঙ্গে এক ঝলক দেখা করবে বলে, অধীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল শোভন কন্যা সুহানি। কার্যত তাকে দেখেও, না দেখার ভান করে তরতর করে গাড়িতে উঠে গেলেন প্রাক্তন মেয়র। সুহানি তখন কান্নায় ভেঙে পড়ে। বাড়ির লোকজন পড়ে সুহানিকে সেখান থেকে নিয়ে যান।

from Eisamay http://bit.ly/2JNJlOI

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages