আমিনুল হক ভূইয়া, ঢাকাবাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সংগঠনটি দাবি করেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ২৫০টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ভবনে লুঠতরাজ, চাঁদার দাবি, বাড়িঘর ও জমি থেকে উচ্ছেদ, জবরদখলের প্রয়াস, দেশত্যাগের হুমকি, মঠ-মন্দিরে হামলা চালানোর মতো ঘটনা। হিসেব বলছে, উল্লিখিত সময়ে খুন হয়েছেন ২৩ জন, যদিও মাত্র ৬টি দেহ উদ্ধার করা গিয়েছে। এ ছাড়া হত্যার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে ১০টি। হত্যার হুমকি পেয়েছেন ১৭ জন এবং শারীরিক আ্রমণের শিকার হয়েছেন ১৮৮ জন। রবিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনটির তরফে লিখিত আকারে সাম্প্রদায়িক হিংসার এই চিত্র তুলে ধরা হয়েছে। চলতি বছরের প্রথম ৪ মাসের সাম্প্রদায়িক হিংসার ছবির সঙ্গে ২০১৮ সালের হিসেব তুলনা করে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জানিয়েছেন, সাম্প্রতিক হিংসার মাত্রা আগের তুলনায় অনেক বেড়েছে। রানা দাশগুপ্তের দাবি, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নীতি বহাল থাকলেও কার্যক্ষেত্রে তার প্রয়োগ বিরল। সাম্প্রতিক কালে পঞ্চগড়ের কারাগারে আইনজীবী পলাশ রায়ের মৃত্যু, সাংবাদিক প্রবীর সিকদারের খোঁজে তাঁর ফরিদপুরের বাসভবনে সশস্ত্র দুর্বৃত্তদের হামলা, মানবাধিকার কর্মী প্রিয়া সাহার পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, বিশিষ্ট নাগরিক সুলতানা কামাল, শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুনকে হত্যার হুমকি-সহ কয়েকটি ঘটনার প্রতিবাদে এবং দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে আগামী ২৫ মে সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি কার্যকর করতে চলেছে এই সংগঠন। এদিনের সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নির্মল রোজারিও।
from Eisamay http://bit.ly/2Jtp0yU
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন