বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২০ মে, ২০১৯

ম্যান সিটি ছাড়ার সিদ্ধান্ত ভিনসেন্ট কম্পানির

এই সময় ডিজিটাল ডেস্ক: ম্যানচেস্টার সিটির হয়ে শনিবার এফএ কাপের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ভিনসেন্ট কম্পানি। গতকাল ফাইনালের পর আরও একবার সিটি অধিনায়ক ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি মরশুমে ঘরোয়া ট্রেবল জয়ে সিটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডার। এবারের মৌসুমে তিনি সব ধরনের প্রতিযোগিতায় ২৪টি ম্যাচ খেলে এক গোল করেছেন।২০০৮ সালে কম্পানি সিটিতে যোগ দিয়ে এ পর্যন্ত ৩৬০টি ম্যাচ খেলেছেন। এই সময়ে মধ্যে তিনি চারটি প্রিমিয়ার লিগ শিরোপা ছাড়াও দু’টি এফএ কাপ, চারটি ইএএফএল কাপ ও দুটি কমিউনিটি শিল্ডের শিরোপা জয় করেছেন। গত ৬ মে লিস্টার সিটির বিপক্ষে কম্পানির করা দূর পাল্লার দুর্দান্ত গোলেই সিটিজেনরা ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছিল। অনেকেই মনে করেন সিটির লিগ শিরোপা জয়ে লিস্টারের বিপক্ষে ম্যাচটি অনেকটা বড় ভূমিকা রেখেছে। ওয়াটফোর্ডকে ফাইনালে ৬-০ গোলে বিধ্বস্ত করে বেলজিয়ান জাতীয় দলের এই খেলোয়াড় সিটিকে বিদায় জানান।

from Eisamay http://bit.ly/2Ek0Geq

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages