এই সময় ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে গণতন্ত্রের উৎসব। সাত দফার ভোট। আর সেই সাত দফা ভোটের শেষে বিপুল টাকার বাজেয়াপ্ত করার হিসেব দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, সাতটি দফা মিলিয়ে মোট ₹৮৩৯.২৬ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে মাদক দ্রব্য উদ্ধারের মোট অঙ্কের হিসেব শুনলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। সাতটি দফার নির্বাচনে মোট ₹১,২৭০ কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করেছে নির্বাচন কমিশন।১৭ তম লোকসভা নির্বাচনের সপ্তম দফার শেষে নির্বাচন কমিশন মোট ₹২৯৩.৬০ কোটি টাকার শুধুমাত্র অ্যালকোহলই উদ্ধার করেছে। প্রায় ৯০০ কোটি টাকারও বেশি অন্যান্য মাদকজাত দ্রব্য উদ্ধার করা হয়েছে কমিশনের তরফে। এছাড়াও নানান মূল্যবাণ ধাতু উদ্ধার হয়েছে, যার মোট অঙ্কের পরিমাণ প্রায় ₹৯৮৬.৭৩ কোটি টাকা। ₹৫৮.৫৩ টাকার অন্যান্য বিভিন্ন দ্রব্যও উদ্ধার করা হয়েছে কমিশনের তরফে। তবে মোট হিসেবে যা দাঁড়াচ্ছে, তাতে গত লোকসভা নির্বাচনের তুলনায় চলতি বছরে টাকা এবং মাদকজাত দ্রব্য-- দুইয়েরই মোট অঙ্কের পরিমাণ অনেকটাই বেড়েছে।
from Eisamay http://bit.ly/2JWPBnz
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন