এই সময় ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের গুলির নিশানা হলেন রাজনৈতিক আন্দোলন কর্মী। রবিবার কুলগাম জেলার জাঙ্গালপোরার ঘটনায় গুরুতর আহত মহম্মদ জামালকে দ্রুত হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিন সারা দেশে যখন লোকসভা নির্বাচনের অন্তিম পর্বের ভোটগ্রহণ চলছিল, ঠিক তখনই সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হন জামাল। হাসপাতাল সূত্রে খবর, গুরুতর জখম অবস্থায় তাঁকে ভরতি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ৮ মার্চ শোপিয়ান জেলার জৈনাপোরায় সন্ত্রাসবাদীদের আক্রমণের মুখে পড়েন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির দুই সদস্য। ১৬ মার্চ তাঁদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়।
from Eisamay http://bit.ly/30xdvvC
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন