বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৯ মে, ২০১৯

ইসলামপুরে বোমাবাজি! সাংবাদিকদের মারধর, গাড়ি ভাঙচুর

এই সময় ডিজিটাল ডেস্ক: বোমাবাজি-সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়াল ইসলামপুরে। মারধর করা হল সাংবাদিকদের। ভাঙচুর করা হল সাংবাদিকদের গাড়ি। কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।বহিরাগতদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুরের মাদারিপুর। বুথ জ্যাম ও বোমাবাজি করে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত বহিরাগতদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় ক্যুইক রেসপন্স টিম। অবরোধ তুলে ভোটারদের বুথে পাঠানো হয়। কেন্দ্রীয় বাহিনী চলে যেতেই ফের শুরু হয় তাণ্ডব। এ বার আক্রান্ত হয় সংবাদমাধ্যম। সাংবাদিকেরদের মারধরের পাশাপাশি সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়। লাঠির আঘাতে জখম হয়েছেন বৈদ্যুতিন মাধ্যমের এক সাংবাদিক। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

from Eisamay http://bit.ly/30wxVVp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages