বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

প্রবল বেগে কালবৈশাখী কলকাতায়, গাছ চাপা পড়ে আহত ৩!

এই সময় ডিজিটাল ডেস্ক: কালবৈশাখীতে কেঁপে উঠল শহরতলি। দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে কালবৈশাখী আছড়ে পড়ে। এদিন সন্ধে ৬টা ২৫ মিনিট নাগাদ ৭৮ কিমি বেগে ঝড় আসে। ঝড়ের কবলে শহর এহং শহরতলির বেশ কিছু মূল অংশের ট্রেন চলাচল ব্যাহত। কোথাও ওভারহেডে গাছের ডাল আবার কোথাও রাস্তায় গাছ পড়ে শুরু হয়েছে বিপত্তি।সল্টলেকে ঝড়ে ভাঙল গাছের ডাল। সেখানে গাছচাপা পড়ে আহত হয়েছেন তিনজন। যশোর রোডেও গাছ পড়ে বিপত্তি। ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পথযাত্রীদের। এমনকি ঝড়ের কবলে দুর্ঘটনাও হয়েছে দত্তপুকুরের নতুন রাস্তা মোড়ে। ঘটনায় গুরুতর আহত তিনজন। তাঁদের মধ্যে একজনকে এখনও উদ্ধার করা যায়নি।এদিন ঝড়ে শিয়ালদহ থেকে বেশ কিছু শাখার ট্রেন চলাচলে বিপত্তি দেখা যায়। হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন বন্ধ। হাওড়া-খড়গপুর শাখায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শিয়ালদহ-নৈহাটি শাখাতেও এই মুহূর্তে চলছে না ট্রেন। লক্ষীকান্তপুর শাখায় সাময়িক ব্যহত ট্রেন চলাচল। টিকিয়াপাড়ায় ওভারহেডে গাছের ডাল পড়ে বিপত্তি। ইছাপুর-শ্যামনগর শাখাতেও ওভারহেডে গাছের ডাল পড়ে যায়। ক্যানিং-ডায়মন্ডহারবার শাখাতে সাময়িক বন্ধ থআকে ট্রেন চলাচল।

from Eisamay http://bit.ly/2HCg6Nu

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages