বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

BJP-র বিপুল জয় সত্ত্বেও সংসদে বড় ভূমিকা থাকবে আঞ্চলিক দলগুলির

এই সময় ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদীর জয়রথ না রুখতে পারলেও সপ্তদশ লোকসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলছে আঞ্চলিক দলগুলি। এই ভোটে কংগ্রেস বৃহত্তম বিরোধী দল হলেও এবারও প্রধান বিরোধী দলের তকমা পাওয়ার মতো প্রয়োজনীয় আসন পায়নি। ফলে ষোড়শ লোকসভার মতো এবারের লোকসভায় কোনও বিরোধী দলনেতাকে পাওয়া যাবে না। আর এই শূন্য স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির মতো দলগুলি।তামিলনাড়ুতে এবার 'মোদী ঝড়' রুখে দিয়েছেন এমকে স্ট্যালিন। তাঁর দল ডিএমকে রাজ্যে ২৩টি আসন পেয়েছে। আর তাদের শরিক হিসেবে রাজ্যে ৯টি আসনে জিতে ৮টিতে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের ২৫টি আসনের মধ্যে ২২টিতে জয়ী হয়েছে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি। পশ্চিমবঙ্গে ২২টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস।এই সব সংখ্যাগুলো তুলনায় কম হলেও জাতীয় রাজনীতিতে একেবারে উপেক্ষনীয় নয়। কারণ, এবারও প্রধান বিরোধী দলের তকমা না পাওয়ায় লোকসভা কক্ষে তৃণমূল-সহ এই সমস্ত আঞ্চলিক দলগুলির সঙ্গে নমন্বয় রক্ষা করে চলতে হবে কংগ্রেসকে।

from Eisamay http://bit.ly/2YOb320

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages