এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ফলেই স্পষ্ট এরাজ্যে তৃণমূল সরকারের ওপর পুঞ্জীভূত হয়েছে অসন্তুষ্টি। তাই ২০২১ সালের আগে সেই ক্ষত সারিয়ে ফেলতে একের পর এক ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার যেমন সিদ্ধান্ত নেওয়া হল এসএসসি-র নিয়োগ নিয়ে।মঙ্গলবার এসএসসি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরই শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, 'SSC-র পরীক্ষার বকেয়া নিয়োগ জুনের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছি। ফের নতুন করে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি SSC কর্তৃপক্ষ জারি করবে সম্ভবত জুলাইতেই।' এমনকী নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে সমস্ত মামলা চলছে, সেগুলিও যাতে দ্রুত সমাধান হতে পারে, সে বিষয়েও আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, তৃণমূল জমানায় এসএসসি নিয়োগপ্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে আগে। এমনকী দুর্নীতি ও স্বজনপোষণ ও চাকরি না পাওয়ার ক্ষোভে বহু চাকরিপ্রার্থী মেয়ো রোডে টানা প্রায় ১ মাস অনশন করেন। শেষে মুখ্যমন্ত্রীর মৌখিক প্রতিশ্রুতিতে ওঠে অনশন। ভোট মিটলেই এসএসসি নিয়ে সদর্থক পদক্ষেপের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ভোট মিটতেই তার বাস্তবায়ণ প্রক্রিয়া শুরু হয়ে গেল।
from Eisamay http://bit.ly/2YUrJ82
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন