বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

জয়ের পরপরই দুঃসংবাদ, অমেঠীতে খুন স্মৃতি ইরানির ঘনিষ্ঠ সহযোগী!

এই সময় ডিজিটাল ডেস্ক: কার্যত ইতিহাস সৃষ্টি করে অমেঠীতে জয়লাভ করেছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হারিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। কিন্তু সেই ঐতিহাসিক জয়ের পরপরই স্মৃতির জন্যে দুঃসংবাদ বয়ে এল স্মৃতির জন্যে। অমেঠীতে তাঁর জয়ের অন্যতম কাণ্ডারী বিজেপি নেতা সুরেন্দ্র সিং খুন হলেন।জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। অমেঠীর বারাউলিয়া গ্রামের প্রাক্তন গ্রাম প্রধানকে শনিবার রাতে গুলি করে মারা হয় তাঁর নিজেরই বাড়িতে। তাঁর বাড়ি অমেঠীর জামো থানার অন্তর্গত। Amethi: Surendra Singh, former village head of Baraulia village under Jamo police station limits, was shot dead by… https://t.co/6nM24gn1e6— ANI UP (@ANINewsUP) 1558836068000 উত্তর প্রদেশের অমেঠীতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ৫৫,১২০ ভোটে পরাজিত করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুরেন্দ্র সিং। জয়ের পর স্মৃতি বলেছিলেন, নতুন ভোর অমেঠীর জন্যে। কিন্তু সেই নতুন ভোরের পর যে দিন এল, তা নিঃসন্দেহে তাঁর জন্যে এবং বিজেপি কর্মী-সমর্থকদের জন্যে বেদনাদায়ক।

from Eisamay http://bit.ly/2M7aqza

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages