এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ হয়ে গিয়েছে আদালতের দেওয়া রক্ষাকবচের সময়সীমা। আর তারপরই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সুপারিশেই রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল অভিভাসন দফতর।আপাতত এক বছরের জন্যে এই সার্কুলারের মেয়াদ ধার্য করা হয়েছে। এর ফলে আগামী ১ বছর দেশের কোনও স্থল ও বিমানবন্দর ব্যবহার করে বিদেশে যেতে পারবেন না রাজীব কুমার। ২০২০ সালের ২৩ মে পর্যন্ত ওই নির্দেশ কার্যকর থাকবে।রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, এই মর্মে সুপ্রিম কোর্ট একটি রক্ষাকবচ দিয়েছিল। কিন্তু সম্প্রতি তা তুলে নেয় আদালত। তবে গ্রেফতারি নিয়ে ৭ দিনের মধ্যে রাজীব কুমার আবেদন করতে পারবেন বলে জানিয়েছিল আদালত। কিন্তু ইতোমধ্যেই সেই সময়সীমা শেষ হয়েছে। এর ফলে যে কোনও মুহূর্তেই এখন তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই। আর লুক আউট নোটিশ জারি সেই পদক্ষেপের প্রথম ধাপ বলে মনে করছেন অনেকে।সিবিআই সম্প্রতি ওই লুক আউট সার্কুলার জারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অভিবাসন দফতরের কাছে আবেদন করে। অধীন অভিবাসন দফতর তা মঞ্জুর করে। রবিবার আদালত বন্ধ। ফলে সোমবারের আগে রাজীব কুমার এ ব্যাপারে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবেন না।
from Eisamay http://bit.ly/2WqciqD
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন