বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

শুভ্রাংশু সাসপেন্ড হতেই গেরুয়া হয়ে যাচ্ছে বীজপুর, দখল তৃণমূলের অফিসও

এই সময় ডিজিটাল ডেস্ক: বাবা এখন বঙ্গ বিজেপির মাস্টার প্ল্যানার। ছেেলও বেশ কিছুদিন ধরে কিছুটা বেসুরো গাইছিল। অবশেষে লোকসভা ভোটের ফল বেরোনোর পর সেই ছেলে শুভ্রাংশু রায় বাবা মুকুল রায়ের অভাবনীয় প্রশংসা করার পরই তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। আর এরপরই অভাবনীয়ভাবে সবুজ থেকে পুরোপুরিই গেরুয়া হয়ে যাচ্ছে মুকুল-শুভ্রাংশুর বীজপুর, কাঁচরাপাড়া, হালিশহর এলাকা। এখনও বিজেপিতে যোগ দেননি শুভ্রাংশু। তবে সেটা যে এখন শুধুই সময়ের অপেক্ষা, তা একপ্রকার স্পষ্ট। কিন্তু শুভ্রাংশু এখনও বিজেপিতে না গেলেও তৃণমূলের দলীয় কার্যালয় থেকে প্রভাবিত ক্লাব সবই চলে যাচ্ছে বিজেপির দখলে।শনিবার থেকেই বীজপুর বিধানসভা এলাকায় অধিকাংশ তৃণমূল পার্টি অফিসই বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, ওই দলীয় দফতরগুলি বাইরে বিজেপির দলীয় পতাকাও ঝুলে যায়, এমনকী কোথাও কোথাও রাতারাতি তৃণমূলের অফিসের সবুজ রঙ বদলে গেরুয়া হয়ে গিয়েছে।বস্তুত মুকুল নিজে কিছু না বললেও বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়ে দিয়েছেন, বিজেপি খুব শীঘ্রই আসবেন শুভ্রাংশু রায়। এমনকী তাঁর দাবি, খুব শীঘ্রই ভাটপাড়া ও হালিশহর পুরসভার দখল নেবে বিজেপি।

from Eisamay http://bit.ly/2M7au1S

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages