বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

সাতসকালেই ভূমিকম্পে কাঁপল দক্ষিণবঙ্গ, কম্পনের মাত্রা ৪.৮

এই সময় ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রবিবার সকাল ১০.৪০ মিনিট নাগাদ হঠাৎই কেঁপে ওঠে ভূপৃষ্ঠ। রিখটাল স্কেলে মাত্রা ৪.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল বাঁকুড়া। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে এর কেন্দ্রস্থল। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, এ দিন দূর্গাপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, আসানসোল, মালদার বেশ কয়েকটি জায়গা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে যায় সাধারণ মানুষ। দুর্গাপুরের সিটি সেন্টারে সেই সময় কয়েকজন লিফটে ছিলেন। লিফট আটকে যায়। আতঙ্কিত হয়ে যায় সাধারণ মানুষ।রবিবার সকালে যাঁরা বহুতলের বাসিন্দারা প্রথম টের পান। এর পর তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল থেকে মানুষ বাইরে বেরিয়ে আসেন। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়। তবে, এর স্থায়িত্ব কয়েক সেকেন্ড ছিল বলে জানা গিয়েছে।

from Eisamay http://bit.ly/2WqjDGP

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages