বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

'ভোট দেননি কেন?', জবাব চাইতে গিয়ে বেধড়ক মার খেলেন তৃণমূল নেতা

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটের ফল প্রকাশের পর থেকেই দিকেদিকে আক্রান্ত হচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার ব্যক্তিগত সিদ্ধান্তের জবাব চাইতে গিয়ে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হল তৃণমূল নেতাকে।ঘটনাটি ঘটছে সন্দেশখালির খুলনা পঞ্চায়েতের শীতলিয়া গোলাবাড়ি গ্রামে। জানা গিয়েছে, তৃণমূলের হয়ে প্রচারে থাকলেও গ্রামের কিছু লোকজন ভোট দিয়েছে বিজেপিকে। আর এর জবাব চাইতে শনিবার গ্রামে যায় ঢোকে স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে বেশ কয়েকজন। অভিযোগ, তৃণমূলের দলবল গ্রামে ঢুকে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে, কয়েকজনকে মারধরও করে।আর এরপরেই ক্ষেপে ওঠে গ্রামের মহিলারা। এমনও অভিযোগ, গ্রামের মানুষজন রুখে দাঁড়ালে তারা আগ্নেয়াস্ত্রও বের করে। আর এতে ফল হয় বিপরীত। গ্রামবাসীরা ওই তৃণমূল নেতা ও শাগরেদদের ঘিরে ধরে। বেধড়ক মারধর করে। আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের গাড়িতে।জানা গিয়েছে, স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান সত্যজ্যোতি সান্যাল ও দেবজ্যোতি সান্যাল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের বসিহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।

from Eisamay http://bit.ly/2WqjuDh

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages