বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কার বিস্ফোরণে মৃত অন্তত ৬ ভারতীয়, নিখোঁজ ৫ JD(S) নেতা

এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন অন্তত ৬ ভারতীয়। পুলিশ সোমবার জানিয়েছে, বিস্ফোরণে যে বিদেশিদের প্রাণ গিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন কমপক্ষে ৬ জন ভারতীয়। ইস্টারের হামলায় মৃত আরও দু জনের শনাক্ত হওয়ার খবর সোমবার টুইটে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কলম্বোর ভারতীয় হাই কমিশনের টুইট রিটুইট করে সুষমা জানান, 'খুবই দুঃখের সঙ্গে গতকালের বিস্ফোরণে আরও দু জনের মৃত্যুর খবর নিশ্চিত করছি। তাঁরা হলেন কেজি হনুমন্তরায়াপ্পা ও এম রঙ্গাপ্পা।' @SushmaSwaraj We sadly confirm the deaths of the following two individuals in the blasts yesterday: - K G Hanumantharayappa -M Rangappa.— India in Sri Lanka (@IndiainSL) 1555896533000 আরও পড়ুন...শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৯০, আহত ৫০০রবিবারও শ্রীলঙ্কার হামলা নিয়ে একের পর এক টুইট করেন বিদেশমন্ত্রী। শ্রীলঙ্কা সরকারকে সবরকম সাহায্যে ভারত প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, প্রয়োজনে প্রতিবেশী দেশে মেডিক্যাল টিম পাঠাবে দিল্লি।এদিকে, বিস্ফোরণের পর থেকে খোঁজ মিলছে না সাতজন জনতা দল সেকুলার নেতার। তাঁরা কলম্বোর শাংরি-লা হোটেলে উঠেছিলেন বলে জানা গিয়েছে।

from Eisamay http://bit.ly/2Uxk39p

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages