এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৯০, আহত ৫০০। ইস্টার সানডের সকালে উৎসব-ছুটির আবহ মুহূর্তে বদলে গেল আর্ত চিৎকার, দেহাংশের স্তূপে। কলম্বোর তিনটি বিলাসবহুল হোটেল ও চার্চে, নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান চার্চ এবং বাটিকালোয়ার চার্চে ঘটে বিস্ফোরণ। রবিবার ধারাবাহিক আটটি বিস্ফোরণে প্রাণ গেল ২৯০ জনের, আহতের সংখ্যা ৫০০ ছুঁয়েছে। Reuters: Death toll from attacks on Sri Lankan churches and hotels rises to 290, about 500 wounded - police spokesman— ANI (@ANI) 1555902151000 চার দিকে ভেঙে পড়া ভেঙে পড়া অংশের টুকরো, কাঠের বেঞ্চের খণ্ড-বিখণ্ড অংশ। আর যে দেহগুলির মোটামুটি অখণ্ড খোঁজ মিলেছে, সেগুলি সাদা চাদর দিয়ে ঢাকা। কারও উপর আবার স্কার্ফের আচ্ছাদন। তবে মৃতদেহের শেষ সম্মানটুকুও জোটেনি তাঁদের। কারণ দেহের আশপাশে গির্জার ছাদের ভেঙে পড়া অংশের চাঙর, টাইলসের টুকরো, আবর্জনার স্তুপ আর চাপ চাপ রক্ত। শেষযাত্রায় জমিটুকুও ভাগ্যে জোটেনি নিহতদের। বিশেষত সাংগ্রি-লা তৃতীয় তলের রেস্তোরাঁ পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে, উড়ে গিয়েছে জানলা ও ছাদ। পুড়ে যাওয়া অংশ থেকে ঝুলন্ত তারের গুচ্ছ মনে করিয়ে দিচ্ছে, কী প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণে উড়েছে ওই অভিজাত হোটেল। সারিতা মারলৌ নামে ওই হোটেলের এক গায়িকা তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, যখন বিস্ফোরণটি ঘটে তখন তিনি সেখানেই ছিলেন। তাঁর অভিজ্ঞতা, ‘আমরা ১৭ তলায় ঘুমোচ্ছিলাম। কিন্তু বিস্ফোরণের অভিঘাত সেখান অবধি পৌঁছে গিয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই আমাদের হোটেল খালি করতে বলা হয়। সিঁড়ি দিয়ে পালানোর সময় দেখি ওই তলায় চাপ চাপ রক্ত, কিন্তু বুঝতে পারিনি ঠিক কী হয়েছে।’আরও পড়ুন: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে ধৃত ৭, মৃতের সংখ্যা ২০০ ছাড়াল বিভিন্ন হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ ভারতীয়র। নিহত ৩ জনের নাম এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। এরা হলেন লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর ও রমেশ। জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার না করলেও গোয়েন্দাদের সন্দেহ এনটিজে বা ন্যাশনাল ত্বহিদ জামাতের দিকে। NTJ জড়িত নয় বলে দাবি করেছেন, শ্রীলঙ্কার ইস্টার্ন প্রভিন্সের গভর্নর মেহমুদ লেব্বে আলিম। তবে দিন দশেক আগেই শ্রীলঙ্কার পুলিস প্রধান সম্ভাব্য জঙ্গি হানার সতর্কতা দিয়েছিলেন। নাম নিয়েছিলেন এনটিজে-র। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
from Eisamay http://bit.ly/2ZrOjGo
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন