বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

ফের রাজ্য পুলিশে বদলির নির্দেশ কমিশনের, সরছেন ৩ জেলার ৭ অফিসার

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোট চলাকালীন ফের রাজ্য পুলিশের বেশ কয়েকজন শীর্ষ পদস্থ পুলিশকর্তার বদলি করল নির্বাচন কমিশন। এ বার মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনার ৭ জন ওসি এবং এএসআই-কে বদল করা হয়েছে। বদলি হচ্ছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের IC সৈকত রায়, মুর্শিদাবাদের ফরাক্কার IC উদয় শংকর ঘোষ, পশ্চিম বর্ধমানের বারাবণির অজয় মণ্ডল, পশ্চিম বর্ধমানের অন্ডালের রাজশেখর মুখোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার বীজপুরের IC কৃষ্ণেন্দু ঘোষ, বাঁকুড়ার বিষ্ণুপুরের SDPO সুকমলকান্তি দাস, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ASI বিধান হালদার। এই অফিসারদের অবিলম্বে বদলি করার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন বলেছে, ভোটের কোনও ডিউটিতে যেন এই অফিসারদের কাজে না-লাগায় রাজ্য সরকার। এর আগে, কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার এবং বীরভূম ও ডায়মন্ডহারবারের পুলিশ সুপারদের বদলির করায় নির্বাচন কমিশনে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, পক্ষপাতদুষ্ট আচরণ করছে কমিশন, বিজেপির নির্দেশেই এই রদবদল করা হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন। জানিয়ে দেয়, কারও নির্দেশে নয়, বরং বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরেই অফিসারদের বদলির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

from Eisamay http://bit.ly/2UrJE3n

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages