এই সময় ডিজিটাল ডেস্ক: দক্ষিণ চেন্নাইয়ের সমুদ্রের ধারে থিরুবনমিয়ুর শহরটির অস্তিত্ব আর কয়েক বছর থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা। কারণে চেন্নাইয়ে ক্রমেই যেভাবে সমুদ্র এগিয়ে আসছে, তাতে ২১০০ সালের মধ্যে এই জনপদ সমুদ্রগর্ভে হারিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আন্না ইউনিভার্সিটি এবং ইউএই ইউনিভার্সিটির ন্যাশনাল ওয়াটার সেন্টারের মিলিত রিপোর্টে এই কথা বলা হয়েছে। বর্তমানে চেন্নাইয়ের স্থলভাগ থেকে সমুদ্র যতদূরে রয়েছে, তা আরও ৪০ মিটার পর্যন্ত এগিয়ে আসার আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। সমুদ্র এভাবে এগিয়ে আসায় ভূগর্ভস্থ পানীয় জলের সঙ্গে সমুদ্রের জল মিশে যাচ্ছে বলেও রিপোর্টে সতর্ক করা হয়েছে। পূর্বে বঙ্গোপসাগর, উত্তরে আদিয়ার নদী, পশ্চিমে বাকিংহাম ক্যানাল এবং পশ্চিমে মুট্টুকাড়ু ব্যাকওয়াটার রেখে মোট ৩৫ বর্গকিলোমিটার এলাকার ওপর বাড়তে থাকা সমুদ্রের জলস্তরের প্রভাবের প্ররীক্ষা চালানো হয়েছিল। এই এলাকার মোট ৩০টি জায়গায় নলকূপ খনন করে দেখা গিয়েছে যে ভূগর্ভস্থ জলের সঙ্গে সমুদ্রের নোনা জল বিপজ্জনক ভাবে মিশে রয়েছে। এই এলাকায় প্রতি বছর সমুদ্রের জল ২ মিলিমিটার করে বাড়ছে বলে রিপোর্টে জানানো হয়েছে। হিমালয়ের বরফ গলার কারণে যে ভাবে সমুদ্র ক্রমশ চেন্নাইয়ের কাছে এগিয়ে আসছে, তাতে অদূর ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay http://bit.ly/2Znx74F
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন