বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

নীরব মোদী, মেহুল চোকসি দেশ ছাড়ায় বিপুল ক্ষতির মুখে রুপো রফতানি

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে গয়না রফতানির বাজার থেকে নীরব মোদী ও মেহুল চোকসি সরে যাওয়ায় রুপো রফতানির বাজারে বড়সড় ধাক্কা লেগেছে। সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে ২০১৮-১৯ অর্থবর্ষে রুপো রফতানি কমেছে ৭৫%-এরও বেশি। এই দুই সেলেব্রিটি গয়না ব্যবসায়ী দেশ ছাড়ার কারণেই এই পতন বলে অনুমান করা হচ্ছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৪,০০০ কোটি টাকার ঋণ শোধ না করে দেশ ছেড়ে পালায় নীরব মোদী ও মেহুল চোকসি। ২০১৮-র শুরুতেই দেশ ছাড়ে এরা। ভারতে এদের ব্যবসা সম্পূর্ণ থেমে যাওয়ার প্রভাব ধরা পড়েছে চলতি অর্থবর্ষে এসে। ২০১৭-১৮য় যা ছিল ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার, ২০১৮-১৯ এ তা এসে দাঁড়িয়েছে ৮৩৮ মিলিয়ন মার্কিন ডলারে। মোদী ও চোকসির ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় সবেচেয় বেশি ক্ষতির মুখে সুরাত স্পেশাল ইকনমিক জোন। তবে জিজেইপিসি-র ভাইস প্রেসিডেন্ট কলিন শাহ এই ক্ষতির দায় জিএসটি-র ওপর চাপাতে চাইছেন। খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay http://bit.ly/2ZmGKAR

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages