এই সময় ডিজিটাল ডেস্ক: তৃতীয় দফায় ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অহমদাবাদে হুডখোলা জিপে রোড শো করে ভোট দিতে গেলেন তিনি। সঙ্গী ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ভোট দেওয়ার পর নমো বললেন, 'সন্ত্রাসের অস্ত্র হল IED, আর গণতন্ত্রের শক্তি হল ভোটার ID'। ভোট দেওয়ার আগে গান্ধীনগরে মাকে প্রণাম করে যান প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে গান্ধীনগরে নিজের বাড়িতে মা হীরাবেন মোদীকে প্রণাম করে আশীর্বাদ নেন নমো। মা ও ছেলে একে-অপরকে মিষ্টি খাওয়ান। #WATCH PM Narendra Modi meets his mother Heeraben Modi at her residence in Gandhinagar and takes her blessings.… https://t.co/6WAy94OB0y— ANI (@ANI) 1555986789000 এরপর অমিত শাহকে সঙ্গে নিয়ে অহমদাবাদের রনিপে নিশান উচ্চ বিদ্যালয়ের বুথে ভোট দিতে যান প্রধানমন্ত্রী। ভোটদানের পর তিনি বুথের বাইরে এসে ভোটের কালি দেওয়া আঙুল তুলে ধরেন সংবাদমাধ্যমের সামনে। PM Narendra Modi casts his vote at a polling booth in Ranip,Ahmedabad #Gujarat #LokSabhaElections2019 https://t.co/qOfJW7uRZC— ANI (@ANI) 1555988186000 বলেন, 'তৃতীয় দফার ভোট চলছে। আমার রাজ্য গুজরাটে আমিও নিজের দায়িত্ব পালন করতে পেরে ভাগ্যবান মনে করছি। কুম্ভে স্নানের পর আপনারা যেমন নিজেকে পবিত্র বলে মনে করেন, তেমনই নির্বাচনের উত্সবে ভোট দিলেও নিজেকে পবিত্র লাগে।' #WATCH PM Narendra Modi after casting his vote in Ahmedabad says, " The weapon of terrorism is IED, the strength of… https://t.co/U9vhKOi0XB— ANI (@ANI) 1555989398000 মোদী আরও বলেন, 'সন্ত্রাসের অস্ত্র IED। আর গণতন্ত্রের শক্তি হল ভোটার আইডি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভোটার আইডি IED-র থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। কাজেই আমাদের ভোটার আইডি-র শক্তি অনুধাবন করতে হবে। সবাই উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ভোট দিন।'
from Eisamay http://bit.ly/2KSPStt
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন